About Us

শিক্ষার্থীদের জন্য ই-অ্যাওয়ারনেস

আমরাঃ

ডিনেট দীর্ঘদিন ধরেই তথ্য প্রযুক্তি ভিত্তিক সমাজ বিনিমার্ণে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংগঠনের সঙ্গে কাজ করে যাচ্ছে। ডিনেট বর্তমানে আইসিটি এবং উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে সমাজের মানুষের সেবার জন্য বিভিন্ন খাতে অবদান রাখছে।

আমাদের উদ্যোগঃ

ডিনেট, শিক্ষার্থীদের সুরক্ষিত ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই ই-লার্নিং প্ল্যাটফর্মটি তৈরি করেছে। শিক্ষার্থীদের ইন্টারনেটে সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা, ডিজিটাল আইন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়মাবলী, সাইবার অপরাধ, গুজব, অনলাইনে সহিংস উগ্রবাদের প্রচারে বিরোধিতা, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এই সংক্রান্ত আরও অনেক শিক্ষণীয় বিষয়ে তথ্য রয়েছে এই প্ল্যাটফর্মে। এই ই-লার্নিং প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করার জন্যে আছে বিভিন্ন কনটেন্ট এবং সেই সম্পর্কিত বিশ রাউন্ড কুইজ। সফলভাবে এই কুইজগুলো সম্পন্ন করতে পারলেই থাকছে অনলাইন সার্টিফিকেট। পাশাপাশি কোভিড-১৯ সচেতনতা বিষয়ে রয়েছে আরও তিনটি কনটেন্ট ও তিন রাউন্ড কুইজ।

সারাদেশের শিক্ষার্থীদের জন্য ডিনেট, ইউএসএইড’র ‘অবিরোধঃ রোড টু টলারেন্স’ কর্মসূচির সহায়তায় ‘উগ্রবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য ই-অ্যাওয়ারনেস’ এই উদ্যোগটি গ্রহণ করেছে। এই প্রচেষ্টাকে সফল করতে অংশীদার হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, গুগল ডেভেলপার গ্রুপ ক্লাউড বাংলা, ঢাকা ট্রিবিউন, সমকাল, প্রথম আলো এবং কিশোর আলো এক সঙ্গে কাজ করেছে। আরও সহায়তা প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই উদ্যোগের আওতায় গত ৮ মে, ২০২০ তারিখে, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের প্রথম অনলাইন ই-অ্যাওয়ারনেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে বিশ জন ভাগ্যবান বিজয়ী সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন। বিজয়ীরা পেয়েছে আকর্ষণীয় পুরস্কার আর সকল অংশগ্রহণকারীদের দেওয়া হয়েছে শুভেচ্ছা উপহার। এছাড়াও কুইজ চলাকালীন সময়ে, প্রতি রাউন্ডে দশ জন করে মোট দুইশ ত্রিশ জন বিজয়ী পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার।

বর্তমানে ওয়েবসাইটের সকল কুইজ, শিক্ষার্থীসহ সকল বয়সী ও সকল পেশাজীবি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

তাহলে আর দেরি কেন? আজই নিবন্ধন করুন, জানুন নতুন নতুন সব তথ্য, খেলুন মজার কুইজ আর সংগ্রহ করে নিন বিশেষ অনলাইন সার্টিফিকেট।